রামপালে প্রকল্প বাতিলের দাবি খালেদার

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ১৭:৫৬

জাগরণীয়া ডেস্ক

সুন্দরবনের রামপালে প্রস্তাবিত কয়লাবিদ্যুৎকেন্দ্র প্রকল্পকে হঠকারী, অযৌক্তিক ও রাষ্ট্রবিরোধী এবং গণবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (২৪ আগস্ট) বিকেলে গুলশানের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় তিনি সরকারের প্রতি প্রশ্ন রাখেন কি উদ্দেশ্যে, কার স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র?

খালেদা বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ এ বনের জীববৈচিত্র্য, প্রাণীকূল ও মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশসহ বিশ্ব পরিবেশ বিশেষজ্ঞরা এ বিরুদ্ধে অবস্থান নিলেও এই গণবিরোধী সরকার তা আমলে নিচ্ছেন না।

ভারত তার নিজের দেশে এই ধরনের প্রকল্প অনুমোদন না দিলেও ‘সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে’ ভারতীয় কোম্পানি এনটিপিসি সুন্দরবনের এই বিদ্যুৎকেন্দ্র করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির চেয়ারপারসন।

আর এতে ভারতেরই লাভ হবে উল্লেখ করে খালেদা জিয়া বলেন, ‘এর (প্রকল্পের) ১৫ শতাংশ অর্থের জোগান দেবে বাংলাদেশের পিডিবি, ১৫ শতাংশ ভারতীয় কোম্পানি এনটিপিসি, বাকি ৭০ শতাংশ ব্যাংকঋণ নেওয়া হবে।

কোম্পানি বন্ধ হলে বা ঋণ পরিশোধে ব্যর্থ হলে পুরো ঋণের টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত