‘জঙ্গিবাদের বিরুদ্ধে শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখতে পারে’
প্রকাশ : ২৯ জুলাই ২০১৬, ২০:৪৯
বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি লাকি আক্তার বলেছেন, সারাদেশে জঙ্গিবাদের যে ধরনের তৎপরতা চলছে, তার বিরুদ্ধে শিক্ষার্থীরা বড় ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধের সংস্কৃতি বিনির্মাণের মধ্যদিয়ে এ ধরনের অপতৎরতা রুখে দেয়া সম্ভব। এ জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে জঙ্গিবাদ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
শুক্রবার (২৯ জুলাই) দুপুরে জেলার নড়াগাতি বাজার এলাকায় ছাত্র ইউনিয়ন নড়াগাতি থানার শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।
ছাত্র ইউনিয়ন নড়াগাতি থানার আহবায়ক জোবায়ের আল মাহমুদের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন সংগঠনের ঢাকা মহানগরের নেতা দীপক শীল, সিপিবির জেলা সভাপতি খন্দকার শওকত হোসেন, সাধারণ সম্পাদক বি এম বরকতউল্লাহ, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা হীরক পাশা, প্রবীর রায়, সিরাজুল ইসলাম শিমুল, আরিফ শেখ সোহেল প্রমুখ।
সূত্র: বাসস