সৈকতের অর্ধেক চেয়ার বিনামূল্যে : হাইকোর্ট

প্রকাশ : ৩০ নভেম্বর ২০১৬, ১৯:০৭

জাগরণীয়া ডেস্ক

কক্সবাজার সমুদ্র সৈকতের ‘কিটকট চেয়ার ছাতার’ ৫০ শতাংশ (অর্ধেক) চেয়ারে লাল রঙ চিহ্নিত করে তা সাধারণ মানুষের জন্য বিনামূল্যে ব্যবহার করতে দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে সৈকতের কিটকট চেয়ার ছাতার উপর থেকে অযৌক্তিক ভাড়া আদায় কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বুধবার (৩০ নভেম্বর) বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। 

পর্যটন সচিব, পর্যটন করপোরেশনের চেয়ারম্যান, কক্সবাজারের জেলা প্রশাসক, কক্সবাজারের পুলিশ সুপার এবং কক্সবাজার পৌরসভার চেয়ারম্যানকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। 

সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালতের নজরে আনেন বিষয়টি।  

তিনি বলেন, কক্সবাজার সমুদ্র সৈকতে স্বচ্ছল ব্যক্তিদের জন্য অর্থের বিনিময়ে চেয়ার-ছাতা ব্যবহারের সুযোগ থাকলেও সমুদ্র সৈকতের সৌন্দর্য উপভোগের এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে অস্বচ্ছল ব্যক্তি ও সাধারণ মানুষ। তিনি জনস্বার্থে সাধারণ মানুষের সমুদ্র সৈকত উপভোগের ব্যবস্থা করতে আদালতে আবেদন জানান। 

পরে এ বিষয়ে স্বপ্রণোদিত রুল জারির পাশাপাশি ৫০ ভাগ (অর্ধেক) ছাতা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখার নির্দেশ দেন আদালত। 

আদালতে রুহুল কুদ্দুসকে সহায়তা করেন অ্যাডভোকেট রেজাউল করিম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেসুর রহমান। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত