খালেদার আত্মপক্ষ সমর্থনের পরবর্তী শুনানি ২৩ জুন

প্রকাশ : ০২ জুন ২০১৬, ১৪:১৩

জাগরণীয়া ডেস্ক

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মপক্ষ সমর্থনের বিষয়ে শুনানি ২৩ জুন পর্যন্ত মুলতবি করেছে আদালত।

খালেদা জিয়ার সময়ের আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার (০২ জুন) নতুন এ দিন ধার্য্য করেন রাজধানীর বকশীবাজার এলাকার উমেষ দত্ত রোডে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার। এ দিন আত্মপক্ষ সমর্থনে সকাল ১১টায় আদালতে পৌঁছান খালেদা জিয়া। তার উপস্থিতিতে আসামিপক্ষের সময় আবেদনের শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।

গত ১৯ মে খালেদা জিয়াকে আদালতে হাজির হওয়ার জন্য এই দিন ধার্য্য করেন আদালত। অন্যথায় তার (খালেদা) বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে বলে জানিয়েছিলেন আদালত।

এ মামলায় তদন্ত কর্মকর্তা ও বাদী দুদকের উপ-পরিচালক হারুন-অর রশিদসহ ৩২ জন সাক্ষ্য দিয়েছেন।

উল্লেখ্য, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় মামলা করে দুদক। তদন্ত শেষে খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে চলতি বছরে ১৯ মে খালেদা জিয়া  আদালতে হাজির না হওয়ায় এ মামলায় তাঁর আত্মপক্ষ সমর্থন ৫ম দফায় পিছিয়ে যায়। 

এ মামলায় বাকি ৩ আসামি হলেন জিয়াউল ইসলাম, মনিরুল ইসলাম খান ও হারিছ চৌধুরী। এর মধ্যে জিয়াউল ইসলাম ও মনিরুল ইসলাম খান জামিনে আছেন এবং হারিছ চৌধুরী পলাতক রয়েছেন বলে জানা যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত