চট্টগ্রামে প্রথমবারের মতো নিয়োগ নারী ট্রাফিক পুলিশ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৫০

জাগরণীয়া ডেস্ক

বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিয়ন্ত্রণে প্রথমবারের মতো নিয়োগ দেওয়া হয়েছে নারী ট্রাফিক পুলিশ।

মহানগরীর বিভিন্ন এলাকায় যানজট নিয়ন্ত্রণে শুক্রবার (০২ স্টেপ্টেম্বর) থেকে দায়িত্ব পালন শুরু করেছে ৩০ জন নারী পুলিশ। নারী পুলিশের এই দায়িত্ব পালন চট্টগ্রামবাসীর কাছে নতুন হলেও সকলেই বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান জানান, প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ৩০ জন নারী পুলিশ সদস্যকে চট্টগ্রাম নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণে মাঠে নামানো হয়েছে। এর আগে তাদের ট্রাফিক আইন, যানবাহন নিয়ন্ত্রণসহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

নগরীর নিউমার্কেট মোড়ে দায়িত্ব পালনকারী ট্রাফিক পুলিশের সদস্য টুম্পা সাহসকে জানান, আমরা প্রতিদিন পুরুষ সদস্যদের মতোই ৬ ঘণ্টা দায়িত্ব পালন করি। এর আগে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণ বিষয়ে সাত মাস প্রশিক্ষণ গ্রহণ করেছি। মাঠে দায়িত্ব পালনের ক্ষেত্রে সুবিধা-অসুবিধা থাকবেই।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের উৎসাহ ও সহযোগিতায় আমরা কঠিন পরিশ্রম ও চ্যালেঞ্জ নিয়েই এই দায়িত্ব পালন করছি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত