‘সত্য সূর্যের মতো ধ্রুব’
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৬, ১১:১৭
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ রায়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘আমরা ভীষণ খুশি। সত্য সূর্যের মতো ধ্রুব। তা বেরিয়ে আসবেই। আমরা কাঙ্ক্ষিত ফল পেয়েছি। ’
মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড বহাল রেখে রিভিউ আবেদন খারিজ করে দিয়ে এ রায় দেন।
রায়ের পর প্রতিক্রিয়ায় তিনি আরো বলেন, যে অন্যায় এই চিহ্নিত মানবতাবিরোধী অপরাধী করেছে তার জন্য চূড়ান্ত শাস্তিই তার প্রাপ্য ছিল। বিচারের মধ্য দিয়ে তা নিশ্চিত করা গেছে।
প্রসঙ্গত, ট্রাইব্যুনাল মীর কাসেমের বিরুদ্ধে আনা ১১ ও ১২ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দিলেও আপিলে ১১ নম্বর অভিযোগে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। ২০১৪ সালের ২ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে মীর কাসেমকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর গত ৮ মার্চ আপিলের ওই সাজাই বহাল থাকে। ৬ জুন পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর তা পুনর্বিবেচনার জন্য ১৯ জুন আবেদন করেন মীর কাসেম।