গাজীপুরে ৬ বছরের শিশু ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৬:৫১
গাজীপুরের টঙ্গীতে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে জামাল (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ নভেম্বর) রাতে গ্রেপ্তার করা হয় তাঁকে।
অভিযুক্ত ধর্ষকের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট থানার উত্তর বাজার গ্রামে। পিতার নাম সোহরাব ব্যাপারী। টঙ্গীর মোদাফা এলাকায় বসবাস করতেন তিনি।
টঙ্গী থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম জানান, শিশুটির মা গার্মেন্টস এ চাকরি করেন। ঘটনার দিন রবিবার (৩০ অক্টোবর) সকালে শিশুটিকে বাসায় রেখে কাজে যান তাঁর মা। দিনের কোনও এক সময় বাড়ির অন্য ভাড়াটিয়া জামাল ধর্ষণ করে শিশুটিকে। মা বাড়িতে এলে সে ঘটনাটি জানায় তাঁর মাকে।
পরে স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসা করার চেষ্টায় ব্যর্থ হয়ে বুধবার (২ নভেম্বর) রাতে শিশুটির পিতা এরশাদ মিয়া বাদি হয়ে টঙ্গী থানায় মামলা দায়ের করেন। পরে রাতেই ধর্ষক জামালকে গ্রেপ্তার করে পুলিশ।
ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।