টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার উপরে
প্রকাশ : ১০ জুলাই ২০১৭, ১২:৫২
উজানের ঢল অব্যাহত থাকায় ক্রমেই যমুনা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। এতে টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
৯ জুলাই (রবিবার) সকা টাঙ্গাইলে যমুনা নদীর পানি বিপদসীমার ২২ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ল থেকেই যমুনা নদীর কালিহাতী পয়েন্ট, ভূয়াপুর পয়েন্ট ও গোপালপুর উপজেলার নলিন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
এতে ভূয়াপুর উপজেলার তিন ইউনিয়ন, কালিহাতী উপজেলার একটি ইউনিয়ন ও গোপালপুর উপজেলার একটি ইউনিয়নের যমুনা তীরবর্তী নিম্নাঞ্চলের প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, উজান থেকে নেমে আসা ঢল এবং কয়েক দিনের বৃষ্টিতে যমুনা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। এতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পানি প্রায় প্রতিটি পয়েন্টে বৃদ্ধি পাচ্ছে এবং প্রায় সবগুলো পয়েন্টেই বিপদসীমার কাছাকাছি এবং উপরে। সময়ের সাথে সাথে সবগুলোই পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে বলে তিনি মনে করেন।