গুলশান হামলা: জিম্মি বেশিরভাগই বিদেশি
প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ০১:২১
রাজধানীর গুলশান ২ এর ৭৯ নম্বর সড়কে ‘হলি আর্টিসান' রেস্তোঁরায় সন্ত্রাসী হামলায় ভেতরে ৩০ জনেরও বেশি আটকা পড়েছেন। এই জিম্মিদের অধিকাংশই বিদেশি বলে জানা গেছে।
রেস্টুরেন্টের জুস মেকার পায়েল মোহাম্মদ মোল্লা জানিয়েছেন, রেস্তোঁরাটিতে সাধারণত বিদেশি অতিথিরা আসেন। এবং জিম্মির ঘটনায় সময় রেস্টুরেন্টের ভেতরে ৩০ জনের মত অতিথি ছিলো যাদের অধিকাংশই বিদেশি।
তিনি জানান, "ঘটনার সময় আমি গেটের কাছে ছিলাম। এসময় ৮/১০ জন যুবক 'আল্লাহু আকবর' বলে রেস্টুরেন্ট প্রবেশ করে একটি কালো ব্যাগ ভেতরের টেবিলের উপর রাখে। প্রথমে একজন তাদের বাধা দিতে গেলে তাকে মারধর করে এবং পরে গ্রেনেড চার্জ করে। এরপরই আমি রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসি"।
পায়েল এর বর্ণনা থেকে জানা যায়, তারপরই পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এসময় সন্ত্রাসীরা গ্রেনেড বিস্ফোরণও ঘটায় যাতে ওসি সালাহ উদ্দিন গুরুতর আহত হন। পরে হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গুলিতে এডিসি আহাদুল ইসলামসহ ১০ পুলিশ সদস্য হয়েছেন বলে জানা গেছে।