গুলশান হামলা: ভেতরে অভিযানের চেষ্টায় সোয়াত

প্রকাশ : ০২ জুলাই ২০১৬, ০০:৪৪

জাগরণীয়া ডেস্ক

ঢাকার অভিজাত এলাকা গুলশান ২ এর ৭৯ নং সড়কের একটি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলা চালিয়েছে কিছু অস্ত্রধারী যুবক। এ সময় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় চলে। তারা জিম্মি করে রেখেছে রেস্টুরেন্টের ভেতরে মানুষজনকে। আর তাদের দমনে ভেতরে ঢুকে অভিযান চালাতে চেষ্টা করছে স্পেশাল উইপন্স অ্যান্ড ট্যাক্টিকস (সোয়াত)। 

এর আগে পুলিশ সেখানে ঢোকার চেষ্টা চালালে বেশ কয়েকজন আহত হন। যার মধ্যে র‌্যাব-পুলিশের ঊর্ধ্বতন অনেক কর্মকর্তা রয়েছেন।

এছাড়া এই হামলায় মারা গেছেন  বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দীন। আরো ৩ জন পুলিশ সদস্যের অবস্থা আশঙ্কাজনক।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত