ঢাকায় আসছেন থাই পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১৬:০৭

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে সপ্তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ৫ জুলাই (বুধবার) থেকে ৭ জুলাই (শুক্রবার) ঢাকায় অনুষ্ঠিত হবে। যৌথ কমিশন বৈঠকে অংশ নিতে থাই পররাষ্ট্রমন্ত্রী ডন প্রামোদউইনেই এ সপ্তাহে ঢাকায় আসবেন। 

থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মোনা তাসনিম ২ জুলাই (রবিবার) থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে আসন্ন বৈঠকের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠকে থাই পররাষ্ট্রমন্ত্রী ১৮ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। অন্যদিকে, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বিভিন্ন মন্ত্রণালয় ও এজেন্সির প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি বড় দলের নেতৃত্ব দেবেন।

থাই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মোনা তাসনিম বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা বার্তা পৌছে দেন। তিনি বলেন, অনুষ্ঠেয় বৈঠকের মাধ্যমে পররাষ্ট্রমন্ত্রীরা দুই দেশের সম্পর্ক আরও পুর্নমূল্যায়ন ও শক্তিশালী করার পদক্ষেপ নেবেন।

এর উত্তরে থাই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে বলেন, থাইল্যান্ড বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত