হাওরের শিশুদের নিয়ে ব্যতিক্রমী ঈদ উৎসব

প্রকাশ : ২৯ জুন ২০১৭, ১৮:৩৭

জাগরণীয়া ডেস্ক

হাওরে ফসলহানীর পর এবার নিরানন্দ ঈদ উদযাপন করেছেন সুনামগঞ্জের হাওরবাসী। অভিভাবকরা যখন শিশুদের দু’বেলা দু’মুটো ভাত তুলে দিতে পারছেন না, সেখানে ঈদের নতুন কাপড় শুধুই স্বপ্ন।

ফসল হারানো কৃষক পরিবারের শিশুদের নিরানন্দ ঈদে আনন্দ দেওয়ার উদ্দেশ্যে ‘ছড়াও হাসি হাওরের বুকে’ স্লোগানে হাওর নিয়ে কাজ করা সামাজিক সংগঠন ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র পক্ষ থেকে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২৬ জুন ঈদের দিন (সোমবার) তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর পাড়ে টেকেরঘাট শহীদ মিনার সংলগ্ন মাঠে দরিদ্র এক হাজার শিশুর হাতে ঈদের নতুন পোশাক, খেলনা, বেলুন, বাঁশি ইত্যাদি বিতরণ করা হয়। শিশুদের অংশগ্রহণে নাচ, গান, অভিনয় সহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় সুনামগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হোসেন খান, পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাসমির রেজা, সাধারণ সম্পাদক পিযুষ পুরকায়স্থ টিটু, এমসি কলেজের সহযোগী অধ্যাপক অরুন চন্দ্র পাল, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুদাচ্ছির আলম ও তাহিরপুর সমিতি সিলেটের উপদেষ্টা আব্দুল হাই মাস্টার বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত