তালায় মহিলা জামায়াতের ১৩ নেতা-কর্মী আটক
প্রকাশ : ১৬ জুন ২০১৭, ২০:৪৩
সাতক্ষীরার তালা উপজেলায় গোপন বৈঠককালে অভিযান চালিয়ে মহিলা জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
১৫ জুন (বৃহস্পতিবার) দুপুরে উপজেলার বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী জামায়াত নেত্রী রাহাতুন সুলতানার বাড়িতে চলমান বৈঠক থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার মাগুরা ইউনিয়ন জামায়াতের আমির জাহানারা বেগম, সেক্রেটারি সুফিয়া বেগম, দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানা, আনোয়ারা বেগম, মর্জিনা খাতুন, মাছুরা বেগম, শেফালী বেগম, মারুফা খাতুন, মরিয়ম খাতুন, শিরিনা বেগম, ডলি সুলতানা, নুর হাজান খাতুন ও রওশানারা বেগম।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াদাহ গ্রামের মাজেদ গাজীর স্ত্রী মহিলা জামায়াতের দপ্তর সম্পাদক রাহাতুন সুলতানার বাড়িতে নাশকতার পরিকল্পনাকালে অভিযান চালিয়ে মহিলা জামায়াতের ১৩ নেতা-কর্মীকে আটক করা হয়।
গোপন বৈঠাকের সময় জামায়াতের জিহাদী বইপত্র সহ তাদেরকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।