পাহাড় ধসে সংসদে শোক প্রকাশ
প্রকাশ : ১৪ জুন ২০১৭, ২০:০৯
জাগরণীয়া ডেস্ক
টানা বর্ষণে তিন পার্বত্য জেলায় পাহাড় ধসে শতাধিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।
১৪ জুন (বুধবার) অধিবেশনের শুরুতে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শোক প্রকাশ করেন। এসময় স্পিকার সংসদের নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
স্পিকার ভূমি ধসে উদ্ধার কাজের সময় নিহত সেনা সদস্যদের জন্যও শোক প্রকাশ করেন। এছাড়া আহতদের প্রতি সমবেদনা এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
দুই দিনের টানা বর্ষণে ভয়াবহ বিপর্যয় নেমে এসেছে চট্টগ্রাম বিভাগের তিন জেলায়। পাহাড় ধসে হতাহত হয়েছেন বহু মানুষ।