মন্ত্রিসভার ৮৮ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত

প্রকাশ : ০৮ জুন ২০১৭, ১৪:০৭

জাগরণীয়া ডেস্ক

বিগত ২০১৬-১৭ অর্থবছরে মন্ত্রিসভার ৮৮ শতাংশেরও বেশি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে, যা সরকারি সেক্টরে গতিশীলতা বৃদ্ধির প্রমাণ বহন করে।

গত ১ জুন জাতীয় সংসদে উত্থাপিত ২০১৭-১৮ অর্থবছরের বাজেটের তথ্যে দেখা যায়, গত অর্থবছরে মন্ত্রিসভার ১৩৩টি বৈঠকে ৮৭৩টি সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এর মধ্যে ৭৭০টি সিদ্ধান্ত (৮৮ দশমিক ২০ শতাংশ) বাস্তবায়িত হয়েছে।

এছাড়া এসময় ১৩৯টি আইন এবং ৯০টি চুক্তি/সমঝোতা স্মারক/নীতি/কৌশল অনুমোদন দেওয়া হয়েছে।

গত অর্থবছরে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির ৭৮টি, সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৯৪টি, অর্থনীতি সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৫০টি, ৬টি সচিব বৈঠক এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনার জন্য ১৪২ আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এসময় জাতীয় পর্যায়ের ৩১ ব্যক্তিত্ব এবং দুটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার’, তিন বিদেশী নাগরিককে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ পুরস্কার এবং ৫৭ বিদেশী নাগরিক ও এক প্রতিষ্ঠানকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ দেওয়া হয়।

ডিসি সম্মেলন গৃহীত এক হাজার ৪১৬টি সিদ্ধান্তের মধ্যে মোট এক হাজার ৩১৪টি (৯৩ শতাংশ) সিদ্ধান্ত মন্ত্রণালয়/বিভাগের সহায়তায় বাস্তবাযিত হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত