শ্রীলঙ্কায় বন্যাদুর্গতদের সহায়তা দেবে বাংলাদেশ
প্রকাশ : ০৬ জুন ২০১৭, ২২:১৫
জাগরণীয়া ডেস্ক
শ্রীলঙ্কাতে বন্যা ও ভূমি ধ্বসে ক্ষতিগ্রস্থদের সাহায্য করার জন্য কলম্বোকে প্রায় চার কোটি টাকা (৫ লাখ ডলার) অনুদান দেবে বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৫ জুন (সোমবার) এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গেল মাসে শ্রীলঙ্কায় প্রাকৃতিক দুর্যোগে শতাধিক ব্যক্তি নিহত হয়েছে এবং হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ক্ষয়ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করে শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনাকে আগে একটি চিঠি দিয়েছিলেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শ্রীলঙ্কাতে বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ বাংলাদেশের এ অনুদানের অর্থ শ্রীলঙ্কাতে হস্তান্তর করবেন। শ্রীলঙ্কা এ অর্থ দিয়ে তার যা প্রয়োজন সেটি ক্রয় করতে পারবে। এছাড়া রাষ্ট্রদূত বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে অনুদান আদায়ের চেষ্টা করছেন।