প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’: খুশি কবিরের নামে মামলা

প্রকাশ : ০৪ জুন ২০১৭, ১৫:৫৫

জাগরণীয়া ডেস্ক

সুপ্রিম কোর্টের সামনে ভাস্কর্য সরানোকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের প্রতিবাদ মিছিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ‘কটূক্তি’ করে স্লোগান দেওয়ার অভিযোগে মানবাধিকার কর্মী খুশি কবিরের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। একই মামলায় ইমরান এইচ সরকারকে আসামি করা হয়েছে।

রাজধানীর চকবাজার থানা এলাকার সমাজসেবক হাজি বাদল বাদী হয়ে ঢাকা মহানগর হাকিম এস এম মাসুদ জামানের আদালতে মামলাটি করেন।

৪ জুন (রবিবার) সকাল ১১ টায় মামলাটি দায়ের করা হয়। বাদীর আইনজীবী আবদুল্লাহ মনসুর রিপন জানান, বিচারক এই মামলার বাদীর জবানবন্দি গ্রহণ শেষে  মামলা আমলে নেওয়ার ক্ষেত্রে আদেশ দেবেন। 

এজাহারে বাদী বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি নিজের মা হিসেবে শ্রদ্ধা করেন। প্রধানমন্ত্রীর নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন।’

প্রসঙ্গত, ২৮ মে সন্ধ্যায় ভাস্কর্য সরানোর প্রতিবাদে ইমরান এইচ-এর নেতৃত্বে বের হওয়া গণজাগরণ মঞ্চের একটি মিছিল থেকে প্রধানমন্ত্রীকে ‘কটূক্তি’ করে স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে ঢাকা এবং গাজীপুরে দুটি মামলা দায়ের করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত