লক্ষ্মীপুরে গৃহবধূর হত্যাকারীদের বিচারের দাবি পরিবারের

প্রকাশ : ১৭ মে ২০১৬, ২০:১২

জাগরণীয়া ডেস্ক

লক্ষ্মীপুরে প্রবাসীর স্ত্রী জান্নাতুল ফেরদৌস (২৫) নামের এক গৃহবধূর হত্যাকারীদের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিহতের পরিবার। 

মঙ্গলবার (১৭ মে) বেলা ১১টায় পৌর শহরের সমসেরাবাদ এলাকায় নিহতের বাবার বাড়িতে সংবাদ সন্মেলনের আয়োজন করা হয়। 

এসময় সংবাদ সম্মেলনে নিহতের মা রোকেয়া বেগম জানান, ৭ বছর পূর্বে লামচরী গ্রামের আব্দুল মন্নানের ছেলে বেলালের সাথে পারিবারিকভাবে ফেরদৌসের বিবাহ হয়। বিয়ের পর থেকে শ্বাশুড়ি ছায়েরা খাতুন, ননদ হালিমা, খাতিজা ও রেখা যৌতুকের দাবিতে ফেরদৌসিকে নির্যাতন করতো।

গত শনিবার (৩০ এপ্রিল) দুপুরে শ্বশুর বাড়ির লোকজন ফেরদৌসিকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে এবং পারিবারিক কলহের জের ধরে গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে তার শ্বশুর বাড়ির লোকজন প্রচার করে।

তিনি অভিযোগ করে জানান, আমার মেয়ে ফেরদৌসি আত্মহত্যা করে নাই। তাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। আমি এই হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানাই।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, পৌর ৯নং ওয়ার্ড কাউন্সিলর মহম্মদ আলী, গণ্যমান্য বক্তিবর্গ ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

উল্লেখ্য, গত শনিবার (৩০ এপ্রিল) দুপুরে শ্বশুর বাড়ি থেকে গৃহবধূ জান্নাতুল ফেরদৌসির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত