বনানী ধর্ষণ
সাফাত ও নাঈমের মোবাইল ফোন থেকেও মিলছে তথ্য
প্রকাশ : ২৮ মে ২০১৭, ১৭:৪৩
বনানীতে দ্য রেইনট্রি হোটেলে আটকে রেখে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ধর্ষণের ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) পাঠানো আলামত থেকেও গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। বিশেষ করে সাফাত ও নাঈমের মোবাইল ফোন থেকে ধর্ষণের সত্যতার পক্ষে কিছু তথ্য পাওয়া গেছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার রুমানা আক্তার বলেন, ‘আমদের কাছে আলামতগুলো এসেছে। ডিএনএ ল্যাবে এসব আলামতের পরীক্ষা চলছে। পরীক্ষা শেষ হওয়া পর প্রতিবেদন তদন্তকারী সংস্থার কাছে সেটি পাঠিয়ে দেওয়া হবে’।
এদিকে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানিয়েছে, দুই শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনার যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আলামতের প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করে ইতোমধ্যে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে গত ২১ মে দুই শিক্ষার্থী ধর্ষণ মামলার প্রধান আসামি সাফাত আহমেদ ও সাদমান সাকিফের কাছ থেকে জব্দ করা হয় পাঁচটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক। এসব পরীক্ষার জন্য আদালতের আদেশে ফরেনসিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগে পাঠানো হয়।