‘মিতু হত্যার সাথে জড়িত দুই জনের স্বীকারোক্তি’

প্রকাশ : ২৬ জুন ২০১৬, ২০:২৫

জাগরণীয়া ডেস্ক

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার জানিয়েছেন, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকাণ্ডে ওয়াসিম ও আনোয়ার নামে দুই ব্যক্তি সক্রিয়ভাবে অংশ নেয়। রবিবার (২৬ জুন ) বিকেল ৩টায় সিএমপি কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইকবাল বাহার এ কথা জানান।

তিনি আরও জানিয়েছেন, এ দু’জনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি তারা জড়িত। তাদের দু’জনের বাড়িই রাঙ্গুনিয়ায়।

হত্যাকাণ্ডে গ্রেপ্তার দু’জনের ভূমিকার বিষয়ে জানতে চাইলে সিএমপি কমিশনার বলেন, তারা সক্রিয়ভাবে হত্যাকাণ্ডে অংশগ্রহণ করেছে, এটিই তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি। মোটরসাইকেল আরোহী তিনজনের মধ্যে একজন হলেন ওয়াসিম এবং তিনিই শ্যুট (গুলি) করেছেন। আনোয়ার ঘটনাস্থলে রেকি করার জন্য যে কয়েকজন দাঁড়িয়েছিল তাদের একজন।

ইকবাল বাহার আরও বলেন, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি হত্যাকাণ্ডে ৭-৮ জন জড়িত। তার ভেতর থেকে আমরা এ দু‘জনকে ধরতে পেরেছি। বাকি যারা জড়িত, তাদের নাম ঠিকানা আমরা পাবো। এরা পেশাদার অপরাধী। জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত