উত্তরাঞ্চলে চলছে পণ্য পরিবহন ধর্মঘট
প্রকাশ : ২১ মে ২০১৭, ১৪:১৫
সাত দফা দাবি আদায়ে উত্তরাঞ্চলের সব জেলায় ৪৮ ঘণ্টার জন্য পণ্য পরিবহন ধর্মঘট চলছে। ২১ মে (রবিবার) ভোর ৬টা থেকে ২৩ মে (মঙ্গলবার) ভোর ৬টা পর্যন্ত এ ধর্মঘট পালন করা হবে।
এর আগে ২০ মে (শনিবার) সন্ধ্যায় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ এ ঘোষণা দেন।
তাদের দাবিগুলো হলো, সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, বাম্পার, সাইড অ্যাঙ্গেল এবং হুক খোলার সরকারি আদেশ অবিলম্বে প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওজন যন্ত্রের নামে চাঁদাবাজি বন্ধ, মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধসহ সকল দাবি বাস্তবায়নে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
ক্ষোভ প্রকাশ করে আব্দুল মান্নান আকন্দ বলেন, চলতি মাসের মধ্যে যদি এই সাত দফা দাবি মেনে নেওয়া না হয় তাহলে ঈদুল ফিতরের পরে লাগাতার কর্মবিরতি পালনের কর্মসূচি গ্রহণ করা হবে।