গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বাশুড়ি আটক

প্রকাশ : ২৩ জুন ২০১৬, ২০:৪৮

জাগরণীয়া ডেস্ক

নীলফামারীর ডিমলা উপজেলায় এয়াজুল হকের স্ত্রী রাজিয়ার (২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মৃত গৃহবধূর শ্বাশুড়ি মজিরন বেগমকে (সেফি) আটক করা হয়েছে। রাজিয়া পার্শ্ববর্তী জলঢাকা উপজেলার ভাবনচুর (মহরমপাড়া) গ্রামের তবিবর রহমানের কন্যা।

বুধবার (২২ জুন) বেলা ১১টায় ঝুনাগাছ চাপানী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে এঘটনা ঘটে।

জানা যায়, পারিবারিক কলোহ এবং যৌতুক বিষয়ে স্বামী-শ্বাশুড়ির সঙ্গে প্রায় রাজিয়ার বিবাদ হতো। এনিয়ে বুধবার শ্বাশুড়ি শ্বাসরোধ করে হত্যার পর রাজিয়া মুখে বিষ ঢেলে আত্মহত্যার প্রচারণা চালায়।

রাজিয়ার বাবা জানায়, আমার মেয়ের মৃত্যু বিষয়ে গ্রামবাসীকে জিজ্ঞাসা করলে কেহ মৃত্যুর সঠিক কারণ বলতে পারেনি। বিষয়টি ডিমলা থানায় অবগত করলে লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থল উপস্থিত হলে মৃতার শ্বাশুড়ি সেফি আত্মগোপনের লক্ষ্যে পাশের বাড়িতে লুকালে গ্রামবাসী ধরে তাকে পুলিশের কাছে সোপর্দ করে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, মৃতর শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ময়না তদন্তের রির্পোট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এবিষয়ে একটি ডিমলা থানায় ইউডি মামলা হয়েছে। মামলা নম্বর- ৮/১৬, তাং-২২/০৬/১৬ ইং।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত