পাহাড়ি নারীর গলা কাটা লাশ উদ্ধার
প্রকাশ : ০৯ মে ২০১৭, ১৪:২৫
জাগরণীয়া ডেস্ক
খাগড়াছড়িতে গুইমারা উপজেলায় এক পাহাড়ি নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী মহিনী ত্রিপুরা (৩৫) মাটিরাঙ্গা উপজেলার দলদলি পাড়ার সুমন ত্রিপুরার স্ত্রী।
৮ মে (সোমবার) সকাল সাড়ে ৮টায় খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাইল্যাছড়ি মৌজার পাহাড়ের নিচ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা থানার ওসি মো.সাহাদাত হোসেন বলেন, ভোরে বাড়ির পাশে পাহাড়ের নিচে কুয়া থেকে পানি আনতে যান মহিনী।পরে তার বড় ছেলে সুজন ত্রিপুরা (১২) সেখানে গিয়ে মায়ের গলাকাটা লাশ দেখতে পান। পরে খবর পেয়ে মাটিরাঙ্গা থানা থেকে পুলিশ গিয়ে মহিনীর লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।