‘মাননীয় প্রধানমন্ত্রী আপনিও বউ, আমিও এ অঞ্চলের বউ’

প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৮:৫৬

জাগরণীয়া ডেস্ক

মাননীয় প্রধানমন্ত্রী আপনিও বউ, আমিও এ অঞ্চলের বউ। দোয়া করবেন আমি যেনো গোপালগঞ্জের মেয়ে হিসাবে গোপালগঞ্জের সম্মান রক্ষা করতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দোয়া চেয়ে ওই সব কথা বলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউড়া ইউনিয়নের সানিয়াজান গুচ্ছ গ্রামের বাসিন্দা নেজাম উদ্দিনের স্ত্রী আফরোজা বেগম। বুধবার সকালে ভিডিও কনফারেন্সেরর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই গুচ্ছ গ্রামের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর আহবানে ২ জন সুবিধাভোগী ভিডিও কনফারেন্সে তার সাথে কথা বলার সুযোগ পান। প্রথমে আমিনুর রহমান নামে এক সুবিধা ভোগী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার বাবা দেশ দিয়েছে, আপনি জমিসহ ঘর দিলেন। বাসবাসের ঠিকানা হয়েছে, কর্মসংস্থানের সুযোগ হয়েছে। আপনার মাধ্যমে সব কিছুই পেয়ছি। আমরা দোয়া করি আপনার মত সরকার সারা জীবন থাকুক।

পরে অপর সুবিধাভোগী গোপালগঞ্জের মেয়ে পাটগ্রামের পুত্রবধূ আফরোজা বেগম বলেন, ঘুমানোর স্থান পেয়েছি, স্বালম্বী হওয়ার জন্য ১৫ হাজার পেয়েছি। আপনার মত সরকার দরকার। আপনিও (প্রধানমন্ত্রী) বউ, আমিও এ অঞ্চলের বউ, দোয়া করবেন যেনো গোপালগঞ্জের মেয়ে হয়ে গোপালগঞ্জের ও আপনার সম্মান রক্ষা করতে পারি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবিধা ভোগীদের কথা মনোযোগ সহকারে শুনেন ও ভূমিহীন এসব মানুষের শুভেচ্ছা ও ভালবাসা গ্রহণ করেন। ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই হাসেন ও সবাইকে হাসান।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর সঞ্চলনায় ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন, ভূমি মন্ত্রী শামসুর ররহমান শরীফ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য মোতাহার হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সফুরা বেগম রুমি, রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহম্মেদ, জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান ও জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত