বিচার না পেয়ে বাবা-মেয়ের আত্মহত্যা, আরেক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ০৩ মে ২০১৭, ১৮:৪৬

জাগরণীয়া ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে বিচার না পেয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মেয়েসহ এক বাবার আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় ছয় নম্বর আসামি মো. শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। শহীদ শ্রীপুর উপজেলার ঘুসিঙ্গা ইউনিয়নের কর্নপুর গ্রামের মৃত নাসির উদ্দিনের ছেলে।

২ মে (মঙ্গলবার) রাত সাড়ে ৩টায় কাপাসিয়া উপজেলার বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শ্রীপুর থানার এসআই মো. কায়সার বলেন, গ্রেপ্তার শহীদ মামলার প্রধান আসামি ফারুকের ঘনিষ্ট সহযোগী।

উল্লেখ্য, গত ২৯ এপ্রিল ( শনিবার) সকাল ৯টায় শ্রীপুর রেল স্টেশনের দক্ষিণ পাশের আউটার সিগন্যালের কাছে বাবা ও মেয়ের লাশ পাওয়া যায়। শ্রীপুরের গোসিংগা ইউনিয়নের কর্নপুর (সিটপাড়া) গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে হযরত আলী (৪৫) ও তার পালিত কন্যা আয়েশা আক্তারের (৮) লাশ উদ্ধার করে পুলিশ। আয়েশা আক্তার শ্রীপুরের হেরা পটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

হযরত আলীর স্ত্রী হালিমা বেগমের অভিযোগ, শিশুটির শ্লীলতাহানির চেষ্টার ঘটনায় বিচার না পেয়ে তাকে নিয়ে তার বাবা আত্মহত্যা করেছে। হালিমা আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগ তুলেছেন প্রতিবেশী ফারুক ও মেম্বার আবুল হোসেনের বিরুদ্ধে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত