১১ মামলায় খালেদাকে ২২ মে হাজিরের নির্দেশ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০১৭, ১২:৫৯

জাগরণীয়া ডেস্ক

রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলায় বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে ২২ মে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত।

২৫ এপ্রিল (মঙ্গলবার) ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এদিন ধার্য করেন। 

সানাউল্লাহ মিয়া জানান, খালেদা জিয়া অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করা হলে আদালত নতুন দিন ধার্য করেন।

এর আগে গত ১০ এপ্রিল এসব মামলায় আদালতে যাওয়ার কথা ছিল বিএনপি চেয়ারপার্সনের। কিন্তু আদালতে যেতে না পারায় খালেদার পক্ষে সময়ের আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা সময়ের আবেদন মঞ্জুর করে তাকে আদালতে হাজির হতে আজকের দিন ধার্য করেছিলেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে মামলাগুলোর মধ্যে রয়েছে মিরপুরের দারুস সালাম থানায় নাশকতার আটটি, রাষ্ট্রদ্রোহের একটি ও যাত্রাবাড়ী থানার বিস্ফোরক ও হত্যা আইনের দুটি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত