ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১১:২১

জাগরণীয়া ডেস্ক

ঈদ উপলক্ষে বুধবার (২১ জুন) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে। বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি সকাল ৮টায় শুরু হয়ে চলবে বিকাল ৫টা পর্যন্ত।

বুধবার (২২ জুন) দেওয়া হবে ১ জুলাইয়ের অগ্রিম টিকিট। এছাড়া ২৩ জুন ২ জুলাই, ২৪ জুন ৩ জুলাই, ২৫ জুন ৪ জুলাই এবং ২৬ জুন ৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ও চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে বিশেষ ব্যবস্থায় এসব অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

এ বিষয়ে ঢাকা রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, কমলাপুর রেলস্টেশনে আগের চেয়ে ৮টি কাউন্টার বাড়িয়ে বর্তমানে ২৩টি কাউন্টার করা হয়েছে। নারীদের জন্য একটি কাউন্টার রাখা হয়েছে। তবে নারীদের কাউন্টারের নারীদের লাইন বড় হলে তাৎক্ষণিক তাদের জন্য আরেকটি কাউন্টার খোলা হবে। তিনটি কাউন্টার এক্সট্রা রাখা হয়েছে। 

তিনি বলেন, যাত্রীদের সুবিধার্থে এবার কাউন্টার সংলগ্ন ওয়ালে, পিলারে ফ্যান লাগানো হয়েছে।

রেলের এ কর্মকর্তা বলেন, টিকিট কালোবাজারি রোধে কাউন্টারের ভেতর, বাহির ও বিশেষ বিশেষ স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। টিকিট বিক্রির সময় দায়িত্বশীল অফিসার ছাড়া কেউই কাউন্টারের ভেতর প্রবেশ করতে পারবে না।

বুকিং সহকারী মাস্টারদের প্রত্যেককে তল্লাশি করে কাউন্টারের ভেতর ঢুকানো এবং বাহির করা হবে। এছাড়া র‌্যাব, বিজিবি এবং রেলওয়ের আইনশৃংখলা বাহিনীর সদস্যরা স্টেশন এবং স্টেশনের চত্বরে নিয়োজিত থাকবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত