সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রকাশ : ১৫ এপ্রিল ২০১৭, ১৮:৪৭

জাগরণীয়া ডেস্ক

পহেলা বৈশাখে বেড়াতে বের হয়ে সড়ক দুর্ঘটনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) স্থাপত্য বিভাগের এক মেধাবী ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম সুবর্ণা খাতুন কাকন (২২)।

তিনি পাবিপ্রবি’র স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সুবর্ণা পাবনার সুজানগর পৌর এলাকার মো. সেলিমের মেয়ে।

১৪ এপ্রিল (শুক্রবার) দুপুর সাড়ে ১২টায় পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পাবিপ্রবি’র প্রক্টর আওয়াল কবির জয় জানান, ১৪ এপ্রিল (শুক্রবার) নববর্ষ উপলক্ষে সুবর্ণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তার এক বন্ধুর মোটরসাইকেলযোগে ঈশ্বরদীর পাকশীতে বেড়াতে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টায় তারা পাবনা-রাজশাহী মহাসড়কের দাশুড়িয়া বাইপাস মোড় এলাকায় পৌঁছলে পেছনে থাকা একটি দ্রুতগামী পিকাপ ভ্যান মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় সুবর্ণার বন্ধু আলামিন সামান্য আহত হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার বাড়িও একই এলাকায়।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি আওয়াল কবির জয়, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান বিজয় কুমার দাস, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. আবদুল আলীম।

সুবর্ণার মৃত্যুতে পাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত