তারেকের শাশুড়ির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৭, ১৬:১৯

জাগরণীয়া ডেস্ক

সম্পদের হিসাব দাখিল না করার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেছে আদালত।

আজ ১২ এপ্রিল (বুধবার) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ কামরুল হোসেন মোল্লা এ মামলায় অভিযোগপত্র আমলে নিয়ে পরোয়ানা জারির এই আদেশ দেন।

এ মামলায় দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, "ইকবাল মান্দ বানুকে গ্রেপ্তার করা গেল কি-না সে বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ১৪ মে দিন ঠিক করে দিয়েছেন বিচারক। এ মামলায় সৈয়দা ইকবাল মান্দ বানু কখনো আদালতে আসেননি, আত্মসমর্পণ করে জামিনও নেননি”।

২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার বাদী হয়ে এ মামলা দায়ের করেন। তদন্ত শেষে গত বছর ১৪ জানুয়ারি অভিযোগপত্র দেন দুদকের উপ-পরিচালক আবদুস সাত্তার সরকার।

সম্পদ বিরবণীর নোটিস জারির পর দুর্নীতি দমন কমিশনে নির্দিষ্ট সময়ে সম্পদের হিসাব দাখিল না করার অপরাধে তিনি দুদক আইন ২০০৪ এর ২৬(২) ধারায় ওই মামলাটি করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত