প্রধানমন্ত্রীর ছবি অবমাননা, শিবিরকর্মী কারাগারে

প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৭, ১৮:১৪

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ছবি অবমাননা করে ফেসবুকে পোস্ট করায় লক্ষ্মীপুরের কমলনগরে শিবিরকর্মী শাহেদ আলীকে (২৫) গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

৯ এপ্রিল (রোববার) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে ৮ এপ্রিল (শনিবার) রাতে হাজিরহাট থেকে শাহেদ আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

শাহেদ উপজেলার চর ফলকন গ্রামের ইমান আলীর ছেলে।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, প্রধানমন্ত্রীর ছবি অবমাননা করে তার ফেসবুকের ওয়ালে পোস্ট করে প্রচার করেন শাহেদ। এ ঘটনায় তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা হয়। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হয়।

আটক শাহেদ জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলেও জানান আকুল চন্দ্র বিশ্বাস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত