কুড়িগ্রামে কিশোরী পাচারের অভিযোগ

প্রকাশ : ১৭ জুন ২০১৬, ২২:০২

জাগরণীয়া ডেস্ক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় এক কিশোরীকে ভারতে পাচারের অভিযোগ পাওয়া গেছে।

ভুরুঙ্গামারী থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানিয়েছেন, মেয়েটির বাবা মামলা করার পর এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

মামলায় বাদী কিশোরীর বাবা অভিযোগ করেছেন, চর ভুরুঙ্গামারী ইউনিয়নের ভাওয়ালকুড়ি গ্রামের জালাল উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন (৩০) ও দুই নারী তার মেয়েকে পাচার করায় জড়িত।

কিশোরীর বাবা বলেন, "তিন মাস আগে উপজেলার পাথরডুবি ইউনিয়নের ২৫ বছরের এক যুবকের সঙ্গে তার সপ্তম শ্রেণি-পড়ুয়া মেয়ের বিয়ে হয়। গত ৮ জুন মেয়েটি শ্বশুরবাড়ি থেকে তাদের বাড়িতে আসার পর প্রতিবেশী দুই নারী তাকে লোভ দেখিয়ে সাদ্দাম নামে একজনের হাতে তুলে দেয়। এর কয়েক দিন পর ভারতে নারী পাচারকারী দলের সদস্য বিশ্বজিৎ মোবাইল ফোনে সাদ্দামের বড় ভাই মজনু মিয়াকে জানায়, মেয়েকে পশ্চিমবঙ্গের বনগাঁও জেলার গাঁইগাঁও থানার ঠাকুরনগর গ্রামের পতিতালয়ে বেচে দেওয়া হয়েছে”।

ওসি জিয়া লতিফুল জানান, মামলায় সাদ্দাম, মজনু ও দুই প্রতিবেশীকে আসামি করা হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত