নভেম্বরে ঢাকায় বসছে সিপিএ সম্মেলন

প্রকাশ : ০৫ এপ্রিল ২০১৭, ০০:৫৩

জাগরণীয়া ডেস্ক

চলতি বছরের নভেম্বরে ঢাকায় বসছে কমনওয়েলথ ভুক্ত দেশগুলো নিয়ে গঠিত আন্তর্জাতিক ফোরাম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) সভা। সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী একথা জানিয়েছেন।

সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, গত ডিসেম্বর সিপিএ’র জেনারেল অ্যাসেম্বেলিতে পাস করিয়ে আনা হয়েছে।

গত বছর অর্থাৎ ২০১৬ সালের পহেলা সেপ্টেম্বর সিপিএ সম্মেলন হওয়ার কথা ছিলো। সব প্রস্তুতিও সম্পূর্ণ করেছিল বাংলাদেশ। কিন্তু গুলশান হলি আর্টিজানের ঘটনার কারণে ওই সময় কয়েকটি দেশ বাংলাদেশে আসতে অসম্মতি প্রকাশ করা হয় সেই সম্মেলন স্থগিত করা হয়।

এরপর সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী চেষ্টা অব্যাহত রেখেছিলেন। সেই চেষ্টার ফলে আগামি নভেম্বরই বসছে সিপিএ সম্মেলন।

সিপিএ হচ্ছে কমনওয়েলথভুক্ত ৫২টি দেশের ১৮১টি সংসদ। যেখানে জাতীয় সংসদ ও আছে আবার প্রাদেশিক আইনসভাও রয়েছে।

প্রসঙ্গত, দেশে আয়োজিত সবচায়ে বড় আন্তর্জাতিক সম্মেলন ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন শেষের পথে। এ সম্মেলনে ১৩২টি দেশের সংসদ সদস্য, স্পিকার, ডেপুটি স্পিকার অংশ নিয়েছেন। বাংলাদেশের আতিথেয়তা ও নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করতে দেখা যায় আইপিইউ সম্মেলনে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত