স্বামীর দেওয়া আগুনে গৃহবধূর মৃত্যু

প্রকাশ : ১৭ জুন ২০১৬, ০২:২৬

জাগরণীয়া ডেস্ক

স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে টাঙ্গাইলের নাগরপুরে সোমা আক্তার (২৪) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

নিহত সোমা উপজেলার দপ্তিয়র ইউনিয়নের খাষ পাইকাল গ্রামের মো. চান মিয়ার মেয়ে। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় তার মৃত্যু হয়। 
 
এই ব্যাপারে নাগপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিক জানান, খাষ পাইকাল গ্রামের পরশ আলীর ছেলে রুহুল আমীনের সঙ্গে তিন বছর আগে সোমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। 

রবিবার (১২ জুন) ভোরে ঘুমন্ত অবস্থায় সোমার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় রুহুল আমীন। এ সময় সোমার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তার শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল বলে চিকিৎসকরা জানান। চারদিন চিকিৎসার পর ঢামেক কর্তৃপক্ষ ছাড়পত্র দিয়ে দেয়। পরে বাবার বাড়িতে তার মৃত্যু হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত