মৌলভীবাজারের আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ১১:৫২
সিলেটে আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানের রেশ কাটতে না কাটতে এবার আবার মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে পৃথক দুটি স্থানে দুটি বাড়ি ঘিরে রেখেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজার এলাকার নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে তিনটি গ্রেনেড ছোড়া হয়েছে। এছাড়া গোলাগুলিরও চলছে।
সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলাম জানান, ‘জঙ্গিরা আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান টের পেয়ে তাদের লক্ষ্য করে গ্রেনেড ছুড়ছে। পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। ঘেরাও করে রাখা হয়েছে। এই জঙ্গিরা নব্য জেএমবি সঙ্গে কানেকটেড।’
মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল জানান, ২৮ মার্চ (মঙ্গলবার) রাত থেকে মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার খলিলপুর ইউনিয়নে দুটি বাড়ি ঘিরে রাখা হয়।