‘বিএনপি নেত্রী অফিসে বসে জ্বালাও পোড়াওয়ের হুকুম দিয়েছিলেন’
প্রকাশ : ১১ মার্চ ২০১৭, ১৭:৩৭
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার উৎখাত করতে বিএনপি নেত্রী দলীয় কার্যালয়ে বসে জ্বালাও পোড়াওয়ের হুকুম দিয়েছিলেন। এ সময় তিনি বলেন, জনগণই বিএনপির জঙ্গিবাদী কার্যক্রম রুখে দিয়েছে।
১১ মার্চ (শনিবার) সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইন্সটিটিউশনে যুব মহিলা লীগের সম্মেলনে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ৯৩ দিন তার গুলশান কার্যালয়ের অবস্থানের বিষয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি নেত্রী অফিসে বসে হুকুম দিল অত্যাচার করো, আগুনে মানুষ পোড়াও। সবকিছু করো যাতে সরকার উৎখাত হয়। উনি প্রতিজ্ঞা করে বসে ছিলেন, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত উনি ঘরে ফিরে যাবেন না। আমি যদি ওনাকে জিজ্ঞাসা করি, উনি ঘরে ছিলেন, না রাস্তায় ছিলেন? উনি কী জবাব দেবেন।
বিএনপি ক্ষমতাকে ভোগের বস্তু মনে করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তারা যখনই ক্ষমতায় এসেছে, তখনই অর্থসম্পদের মালিক হয়েছে। মুষ্টিমেয় কিছু লোককে অর্থসম্পদের মালিক করেছে। তাদের জোরে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে। এটা ছাড়া তারা আর কিছুই করেনি।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতারের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, মহিলাবিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল প্রমুখ।