স্পিডবোট দুর্ঘটনায় আরও এক লাশ উদ্ধার

প্রকাশ : ০৯ মার্চ ২০১৭, ১৭:০০

জাগরণীয়া ডেস্ক

এক শিশু নিহত ও আরেক শিশু নিখোঁজ হবার পর মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটের লৌহজং টার্নিংয়ে ঝড়ে স্পিডবোট ডুবির ঘটনাস্থল থেকে আরও একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই নাজমূল ইসলাম জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে বাকেলা বেগম (৪১) নামে এক নারীর লাশ উদ্ধার করে।

বাকেলা ফরিদপুরের আলফাডাঙ্গার এ রউফ শিকদারের স্ত্রী।

এর আগে বুধবার বিকালে ঝড়ে পড়ে একটি স্পিডবোট ডুবে গেলে লাবিব নামে ১০ বছরের এক শিশু আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এ ঘটনায় তাহমিনা আক্তার (১২) নামে আরও এক শিশু নিখোঁজ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এসআই বলেন, নিখোঁজ তাহমিনাকে খুঁজে পাওয়া না গেলেও বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলের প্রায় ৩০০ মিটার দূরের এক চরে এক নারীর লাশ পাওয়া গেছে। অজ্ঞাতপরিচয় ঐ নারীর লাশ উদ্ধারের পর স্বজনরা এসে তাকে বাকেলা বলে শনাক্ত করেন"। 

বাকেলাও ডুবে যাওয়া ওই স্পিডবোটে ছিলেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, নিখোঁজ তাহমিনা আক্তারকে উদ্ধারের জন্য নৌপুলিশ ও ফায়ার সার্ভিস সব রকম চেষ্টা চালাচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত