রংপুরে বাস নিয়ন্ত্রণ হারিয়ে নারীসহ ৩ জন নিহত
প্রকাশ : ০২ মার্চ ২০১৭, ১০:৩২
জাগরণীয়া ডেস্ক
রংপুরের পীরগঞ্জে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় পড়ে তিনজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন আরও ১৯ জন। নিহত তিনজনের মধ্যে একজনের নাম নূরজাহান বেগম (৫০)। তার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ এলাকায়। বাকি দুইজনের পরিচয় পুলিশ জানাতে পারেনি।
বৃহস্পতিবার (২ মার্চ) ভোরে উপজেলার মকিমপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে বলে বড়দরগা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান জানান।
এদিকে ঘটনাস্থলে যাওয়া বড়দরগাঁ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান বলেন, ঢাকা থেকে ঠাঁকুরগাঁও অভিমুখী ‘রুপসী পরিবহন’র (ঢাকা মেট্রো ব ১১-০৬৭৩) বাসটি পীরগঞ্জ থানাধীন মকিমপুর ফায়ার সার্ভিসের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে গিয়ে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
0Shares