ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় মাদ্রাসাশিক্ষক বরখাস্ত
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৯
পার্বতীপুরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় বাহারুল উলুম আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক আ. মান্নাফকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
২৬ ফেব্রুয়ারি (রবিবার) সকাল ১১টায় প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক জরুরী মিটিং আহ্বান করে এ সিদ্ধান্ত নেন।
এ ব্যাপারে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী তার ঘটনা বর্ণনা করে নিজেই বাদি হয়ে গত ২২ ফেব্রুয়ারি পার্বতীপুর মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ওই ছাত্রীর বাড়ি রামপুর ইউনিয়নের শাকোয়াপাড়া গ্রামে।
মাদ্রাসায় গেলে শিক্ষক মান্নাফকে পাওয়া যায়নি। তাকে ফোন দিলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
ছাত্রী জানান, বেশ কিছুদিন ধরে তিনি পিছু নিয়েছে। সুযোগ পেলেই কুপস্তাব দেয়। গত ১৫ ফেব্রুয়ারি মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা শিক্ষা সফরে স্বপ্নপুরী পিকনিক স্পটে যাওয়ার সময় বাসের সিটে পিছন থেকে জড়িয়ে ধরে। এ দৃশ্য দেখতে পায় নাইমা আকতার ও আঁখি আকতার নামে দুইজন।
পার্বতীপুর মডেল থানার ওসি মোস্তাক আহামেদ বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।