ধর্ষণচেষ্টার মামলা করে নিজেই কারাগারে

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৪

জাগরণীয়া ডেস্ক

ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা করেছিলেন এক নারী। ওই মামলারই জের ধরে উল্টো নারীকেই কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত নারীর নাম ফিরোজা বেগম ফেরু। তিনি ঢাকার দোহারের বাসিন্দা। 

১৯ ফেব্রুয়ারি (রবিবার) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিলা ইসমাইল এ রায় দেন। ওই নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়। রায়ে বিচারক তাকে ২০ হাজার টাকা জরিমানাও করেন। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

তবে ফিরোজা বেগম দাবি, তাকে ফাঁসানো হয়েছে। তিনি কোনো মিথ্যা মামলা করেননি।

আদালতের সরকারি কৌঁসুলি আলী আজগর স্বপন বলেন, সাজাপ্রাপ্ত নারীকে কারাগারে পাঠানো হয়েছে।

স্বপন জানান, ফিরোজা বেগম আগে গিয়াসউদ্দিন গোলাপ নামের এক ব্যক্তির বিরুদ্ধে থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন। পুলিশ তদন্ত করে মামলাটিতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে এবং গোলাপকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে। পরে আদালত সে প্রতিবেদন গ্রহণ করে গোলাপকে অব্যাহতি দেন এবং ফিরোজা বেগমের বিরুদ্ধে উল্টো মিথ্যা মামলায় অভিযুক্ত করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তী সময়ে ফিরোজা বেগমের বিরুদ্ধে গোলাপ সাক্ষ্য দেন। আদালত ফিরোজার বিরুদ্ধে মিথ্যা অভিযোগের সত্যতা পেয়ে এ কারাদণ্ড প্রদান করলেন।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত