যৌতুক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:৫২

জাগরণীয়া ডেস্ক

যৌতুক মামলায় রাজিব হোসেন (২৮) নামে দেড় বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

১০ ফেব্রুয়ারি (শুক্রবার) দিবাগত রাত ১১টার দিকে নাটোরের লালপুর উপজেলার আড়বাব গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সাজাপ্রাপ্ত রাজিব হোসেন উপজেলার আড়বাব গ্রামের খোশবার আলীর ছেলে।

লালপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল জলিল জানান, ২০১৬ সালে স্ত্রীর দায়ের করা যৌতুক আইনের মামলায় রাজশাহীর একটি আদালত রাজিব হোসেনকে এক বছর ৬ মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেন।

তিনি আরো জানান, রায় ঘোষণার সময় রাজিব হোসেন আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকে পলাতক ছিলেন তিনি।

পরে গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে রাত ১১টার দিকে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে চারঘাট থানায় হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত