‘একাই একশো ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত’

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ২২:৩৩

জাগরণীয়া ডেস্ক

‘গণপরিষদে সংবিধান রচনার বিরোধী দলের হয়েও ওই সময় সুরঞ্জিত সেনগুপ্ত ভূমিকা রেখেছেন। বিরোধী দলে থেকেও তিনি একাই ছিলেন একশো।’

৫ ফেব্রুয়ারি (রবিবার) জাতীয় সংসদে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আনীত শোকপ্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) তিনি সংসদে বক্তব্য রেখেছেন। সংসদে বলা তার কথাগুলো সারাজীবন মানুষের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় আমরা এক সাথে আন্দোলন সংগ্রাম করেছি। সুরঞ্জিত সেনগুপ্তের পার্লামেন্টে কথা বলার একটা বড় গুণ ছিল। সংসদে তিনি যে কোনো বিষয়ে কথা বলতে পারতেন। অনেক কঠিন কথাকে হাস্যরস দিয়ে মানুষের সামনে তিনি তুলে ধরতেন। বক্তৃতার মাধ্যমে সাধারণ মানুষকে সহজে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল তার।’

তিনি আরো বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত রাজনৈতিকভাবে অসাম্প্রদায়িক প্রগতিশীল রাজনীতি করতেন এবং গণতান্ত্রিক ধারায় বিশ্বাস করতেন। তার মৃত্যুতে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ানকে আমরা হারিয়েছি। অনেক সংগ্রামের পথ বেয়ে বাংলাদেশ আজ অন্তত একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। যেখানে জনগণের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা গেছে এবং এ আন্দোলন সংগ্রামে আমাদেরকে অনেক জেল-জুলুম-অত্যাচার সহ্য করতে হয়েছে।’

তিনি বলেন, ‘সময় আসলে সবাইকে চলে যেতে হবে। তবে দেশটাকে নিয়ে যেন আর কেউ ছিনিমিনি খেলতে না পারে, এদেশ যেন মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গড়ে ওঠে এবং দুঃখী মানুষের মুখে হাসি ফোটে সত্যিকার সোনার বাংলা হিসেবে গড়ে উঠে এ ব্যাপারে সবাইকে কাজ করে যেতে হবে।’

সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত