মুক্তাগাছাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:০০
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে স্থানীয় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সালাহউদ্দিন মুক্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় উপজেলা চেয়ারম্যান জাকারিয়া হারুন, স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুলকার নায়ন, স্থানীয় পৌরসভার মেয়র শহিদুল ইসলাম, সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ।
এ অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়নের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
১৮ বছরের নিচে কোনো মেয়ের বিয়ে না দিতে জেলা প্রশাসক (ডিসি) খলিলুর রহমান আহ্বান জানান। পরে সবাই সমস্বরে বাল্যবিয়েকে ‘না’ জানায় এবং লাল কার্ড প্রদর্শন করেন। পরে জেলা প্রশাসক এ উপজেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করেন।