শনিবার দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৩:২০

জাগরণীয়া ডেস্ক

সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় অংশগ্রহণ শেষ করে শুক্রবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় বেলা আড়াইটায় এমিরেটসের একটি ফ্লাইটে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। দুবাই হয়ে শনিবার সকালে ঢাকায় পৌঁছাবেন তিনি।

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের বার্ষিক সভায় শেখ হাসিনাকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ফোরামের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ক্লস সোয়াব। ধনী ও ক্ষমতাধর ব্যক্তিদের সংগঠন হিসেবে পরিচিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বাংলাদেশের কোনো নির্বাচিত নেতার অংশগ্রহণ এবারই প্রথম। এর আগে ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা এ সভায় অংশ নিয়েছিলেন।

চার দিনের এ সম্মেলনে অংশ নিতে গত ১৬ জানুয়ারি শেখ হাসিনা সুইজারল্যান্ডের আল্পস রিসোর্ট শহর ডাভোসে পৌঁছান। এবারের সম্মেলনে অর্ধশতাধিক রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নেন। ১৭ জানুয়ারি ক্লস সোয়াবের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়। 

এই সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রী পানি ব্যবস্থাপনা, আঞ্চলিক সহযোগিতা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, কর্মসংস্থানসহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন এবং প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

একটি সেশনে রামপালে কয়লাভিত্তিক বিদ‌্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়েও আলোচনায় অংশ নেন তিনি। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত