ছাত্রলীগ নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাহার
প্রকাশ : ১২ মে ২০১৬, ১৩:৩৮
দিনাজপুর টেক্সটাইল ইনস্টিটিউটে দুই ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনার পরদিন তা প্রত্যাহার করেছেন প্রতিষ্ঠানটির ঐ ছাত্রী।
গত ২ মে অধ্যক্ষ বরাবর ওই ছাত্রীর দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, সুলতান মাহমুদ শিহাব প্রায় সময়ই ওই ছাত্রীকে উত্ত্যক্ত করত। এ নিয়ে মেয়েটির সঙ্গে তার কথা কাটাকাটি হয়।
এরই জের ধরে গত ২ মে সকাল ১০টায় ইমরান হোসাইন ও সুলতান মাহমুদ শিহাব ২য় পর্বের শ্রেণিকক্ষে ঢুকে ওই ছাত্রী ছাড়া অপর সব ছাত্রীকে বের করে দেয়। পরে শিহাব মেয়েটির হাত ধরে টানা-হেঁচড়া করে এবং অকথ্য ভাষায় গালাগাল দেয়। ওই সময় ইমরান হোসাইন কক্ষের বাইরে ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
অধ্যক্ষ আব্দুল মজিদ বলেন, ওই ছাত্রী লিখিতভাবে তাকে অভিযোগ করলেও পরদিন (৩ মে) আবার লিখিতভাবে তা প্রত্যাহার করে নিয়েছেন।
আব্দুল মজিদ বলেন, অভিযোগ প্রত্যাহারের পর উভয়পক্ষকে নিয়ে তাদের অভিভাবকের উপস্থিতিতে ঘটনার মীমাংসা করা হয়েছে এবং ওই ছাত্র প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পর সে বিষয়ে তার অভিভাবকের স্বাক্ষরসহ লিখিত নেওয়া হয়।
অধ্যক্ষ দাবি করেন, ওই ছাত্রী এরপর কয়েকদিন ক্লাসও করেছেন। তবে বর্তমানে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে বাড়ি গেছেন।
অধ্যক্ষ আরও বলেন, “মীমাংসা হওয়ার পরও প্রতিষ্ঠানের মর্যাদার কথা বিবেচনা করে ওই দুই ছাত্রকে এখান থেকে অন্যত্র বদলির জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে আপাতত প্রতিষ্ঠানে তাদের না আসার জন্য মৌখিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে।”
শিহাব ও ইমরানের রাজনৈতিক পরিচয় বিষয়ে অধ্যক্ষ বলেন, “এই প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ, তাই রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রশ্নই ওঠে না। তবে তারা নিজেদের ছাত্রলীগকর্মী দাবি করে বলে আমিও শুনেছি।”