মিতু হত্যা : মাইক্রোবাসসহ চালক আটক

প্রকাশ : ০৯ জুন ২০১৬, ১৮:৪৩

জাগরণীয়া ডেস্ক

পুলিশ কর্মকর্তা এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন মিতু হত্যার ঘটনায় ব্যবহৃত সেই কালো মাইক্রোবাসসহ চালককে আটক করা হয়েছে। বুধবার সকালে শিবিরের সাবেক এক নেতাকে আটক করার পর মাইক্রোবাসটি চালকসহ আটক করা হলো। ধারণা করা হচ্ছে হত্যার ঘটনার সময় কালো রঙের এই মাইক্রোবাসটি হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেওয়া মোটরসাইকেলটি অনুসরণ করছিল।

বুধবার (৮ জুন) রাত পৌনে আটটায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার মাইক্রোবাস আটকের খবর নিশ্চিত করেন। চট্টগ্রাম শহর থেকেই মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে জানান তিনি। 

এ বিষয়ে বৃহস্পতিবার (৯ জুন) সিএমপি সদর দফতরে বিস্তারিত জানানো হবে।

এর আগে সিএমপি’র অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য জানান, হত্যাকাণ্ডের পর ওই কালো মাইক্রোবাসটি মোটরসাইকেলের পেছন পেছন কোথায় গিয়েছিল পুলিশ তা জানার চেষ্টা করছে।

এই মাইক্রোবাসটিকে হত্যাকারীরা বিকল্প যান হিসেবে রেখেছিল বলে সন্দেহ করা হচ্ছে। এ প্রসঙ্গে ইকবাল বাহার বলেছিলেন, ‘সাধারণত জঙ্গিরা তাদের অভিযানের সময় বিকল্প ব্যবস্থা রাখে। প্রয়োজন পড়লে তারা হয়তো মাইক্রোটি ব্যবহার করতো।’

এদিকে মিতু হত্যা মামলায় বুধবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ থেকে আবু নছর গুন্নু (৪৫) নামে সাবেক এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত