মিতু হত্যাকাণ্ড
হত্যাকারীদের ধরতে পুলিশের সব সংস্থা মাঠে
প্রকাশ : ০৬ জুন ২০১৬, ১৯:৩৩
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ডিআইজি বনজ কুমার মজুমদার জানিয়েছেন, এসপি বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যাকাণ্ডের হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের সব সংস্থা একসাথে কাজ করবে বলে জানিয়েছেন।
রবিবার (০৫ জুন) রাতে চট্টগ্রাম নগরীর সব থানার ওসি, অতিরিক্ত কমিশনার, সহকারী কমিশনারসহ সব কর্মকর্তাকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে নির্দেশনা দিয়ে মহানগর পুলিশের সদর দপ্তরে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানান।
সভা শেষে বনজ কুমার মজুমদার সাংবাদিকদের বলেন,‘ খুনিদের গ্রেপ্তারে যেসব সংস্থা আছে পিবিআই, সিআইডি, ডিবি, কাউন্টার টেররিজম ইউনিট (সিটিআই), র্যাবসহ বিভিন্ন সংস্থা সম্মিলিতভাবে মিতুর খুনিদের গ্রেপ্তারে একসাথে মাঠে কাজ করবে। আমরা সিএমপিকে সব ধরনের সহযোগিতা দেব। মামলা তদন্তেও আমরা সব সহযোগিতা দেব। প্রাথমিকভাবে এটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সভা।’
পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারির সভাপতিত্বে সভায় পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) বিনয় কৃষ্ণ বালাসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছিলেন।