ঢাকায় মিতুর দাফন সম্পন্ন
প্রকাশ : ০৬ জুন ২০১৬, ১৮:৫৬
চট্টগ্রামে উগ্রবাদীদের হাতে নির্মমভাবে খুন হওয়া এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর দাফন সম্পন্ন হয়েছে ঢাকায়। রবিবার (০৫ জুন) রাতে মেরাদিয়া কবরস্থানে মিতুকে দাফন করা হয়। প্রথমে ঝিনাইদহের শৈলকূপার ফাদিলপুরে দাফন করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরে ঢাকায় ব্যবস্থা করা হয়।
মিতুর দেবর হাবিবুর রহমান লাবু জানান, মরদেহ চট্টগ্রাম থেকে ঢাকা, এরপর মাগুরা ও সবশেষে ঝিনাইদহের গ্রামের বাড়িতে নিয়ে যেতে অনেক সময় লাগবে। এসব কথা চিন্তা করে জায়গা পরিবর্তন করা হয়েছে।
রবিবার (০৫ জুন) সকালে চট্টগ্রামের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। মোটরসাইকেলে করে আসা ৩ হামলাকারী তাকে প্রথমে ছুরি মেরে ও গুলি করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ চট্টগ্রাম নগরীর শোলকবহর এলাকা থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করলেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।