গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ২০ ছাত্রী হাসপাতালে

প্রকাশ : ২১ নভেম্বর ২০১৬, ১৯:৫৩

জাগরণীয়া ডেস্ক

ঝালকাঠিতে গণ হিস্টেরিয়ায় আক্রান্ত হয়ে ২০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সোমবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় ধানসিঁড়ি মাধ্যমিক বিদ্যালয়ের এই ঘটনা ঘটে।স্কুলের শিক্ষক জেসমিন বেগম  জানান, বেলা সাড়ে ১১টার সময় প্রথমে ষষ্ঠ শ্রেণির ছাত্রী খাদিজা আক্তার বমি অনুভব করে মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে। কিছু সময়ের মধ্যে স্কুলের আরও ১৯ ছাত্রী একে একে অসুস্থ হয়ে পড়ে। এ অবস্থায় স্কুল কর্তৃপক্ষ তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যায়।

অসুস্থরা হলো, ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার, সুমি আক্তার, সখি আক্তার, খাদিজা আক্তার, শারমিন আক্তার, লিসা আক্তার, সুমাইয়া আক্তার, ইনতান আক্তার, সাবিনা আক্তার, সপ্তম শ্রেণির ছাত্রী মুনা আক্তার, লিমা আক্তার, নবম শ্রেণির ছাত্রী সুমি আক্তার, তন্নি আক্তার, ফরিদা আক্তার, মহুয়া আক্তার, শামীমা আক্তার, ইতি, শামীমা ও সুলতানা আক্তার।

ঝালকাঠি সদর হাসপাতালের চিকিৎসক মোঃ মেহেদী হাসান জানান, ছাত্রীরা পরের  ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত