আশুলিয়ায় অগ্নিকাণ্ড, ৪ ঘণ্টা পর নিয়ন্ত্রণে

প্রকাশ : ১৮ নভেম্বর ২০১৬, ১১:৫৫

জাগরণীয়া ডেস্ক

ঢাকার পার্শ্ববর্তী শহর আশুলিয়ায় একটি পোশাক করাখানার গুদামে অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

আশুলিয়ার পূর্ব নরসিংহপুর এলাকায় মেডলার অ্যাপারেলস কারখানার গুদামে বৃহস্পতিবার  (১৭ নভেম্বর)রাত আনুমানিক আড়াইটায় এই অগ্নিকাণ্ডের গটনা ঘটে। 

সাভার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল হামিদ মিয়া জানান, কারখানার কর্মচারীরা প্রথমে অষ্টম তলা ভবনের নিচতলার গুদামে আগুন দেখতে পায়। পরে তা আস্তে আস্তে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে চার ঘণ্টার চেষ্টায় সকাল ৭টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রথমে স্থানীয় তিনটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ধামরাই, টঙ্গী, সাভার ও মিরপুর থেকে মোট ১৩টি ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের মধ্যে আটটি ইউনিট আগুন নেভায় আর তিনটি ফিরে যায় বলে জানান ফায়ার সার্ভিস কর্মকর্তা।

আগুন লাগার কারণ খোঁজা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত