নারায়নগঞ্জে সড়ক দূর্ঘটনায় সন্তানসহ মা নিহত
প্রকাশ : ০৪ জুন ২০১৬, ১২:১০
জাগরণীয়া ডেস্ক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় কাভার্ড ভ্যানের চাপায় ২ সন্তানসহ মা নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন হেনা আক্তার (৩৫), তার মেয়ে তানিয়া আক্তার (১৩) ও ছেলে সানি হোসেন (১০)। শনিবার (০৪ জুন) সকাল ৯টার দিকে উপজেলার দড়িকান্দি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুই সন্তানসহ হেনা আক্তার রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। এ সময় কুমিল্লা থেকে ঢাকামুখী একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তানিয়া ও সানি নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান হেনা আক্তার।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক দিনমুনি শর্মা জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।